যমুনা গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুতে নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের শোক সভা

আশাহীদ আলী আশা: যমুনা গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুতে নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বিকাল ২ ঘটিকায় নবীগঞ্জ নতুন বাজার নিউমার্কেট অনলাইন প্রেসক্লাবের কার্যালয়ে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দৈনিক যুগান্তর ও যমুনা টিভি’র প্রতিষ্ঠাতা প্রখ্যাত শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের রুহেরে মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করেন নবীগঞ্জ পৌর এলাকার আনমনু জামে-মসজিদের ইমাম মোজ্জামিল হক। নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি নাবেদ মিয়া এবং সাধারণ সম্পাদক আলী জাবেদ মান্নার নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি যুগান্তর প্রতিনিধি মোঃ সরওয়ার শিকদার, সহ-সভাপতি আলোকিত সকালের স্টাফ রিপোর্টার আশাহীদ আলী আশা, সাধারণ সম্পাদক কালেরকন্ঠ পত্রিকার প্রতিনিধি মোঃ আলমগীর মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নয়াদিগন্ত পত্রিকার প্রতিনিধি কিবরিয়া চৌধুরী,প্রেসক্লাবের সদস্য ও গণফোরোমের সদস্য সচিব মুরাদ আহমেদ, নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সিনিয়ির সহ-সভাপতি হাসান চৌধুরী, সহ-সভাপতি মোফাজ্জল ইসলাম সজীব,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলাল মিয়া, কোষাধ্যক্ষ শাহরিয়ার আহমেদ শাওন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হোসেন তালুকদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অঞ্জন রায়,পাঠাগার ও প্রকাশনা সম্পাদক দিপু আহমেদ, সদস্য নাজমুল ইসলাম, সফিকুল ইসলাম নাহিদ, জাফর ইকবাল,নীরব তালুকদার, আর এইচ পাবেল। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সোহেল, পৌর ছাত্রলীগের সভাপতি বাবলু আহমেদ, ছাত্রদল নেতা সোহেদ মিয়া, সাইফুর রহমান বাবু, রুবেল আহমেদ,নুরুল ইসলাম প্রমুখ। শোকসভা ও মিলাদ মাহফিল শেষে করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসাধীন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালামের রোগমুক্তি কামনা করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা