নবীগঞ্জ সংবাদদাতা: বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে লন্ডনের হাসপাতালে নবীগঞ্জের আপন ২ভাইসহ ৩জনের মৃত্যু হয়েছে। ৩জনের বাড়িই ইনাতগঞ্জে। তারা হলেন নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নে দক্ষিণগ্রামের দেলোয়ার হোসেন ওয়াহিদ(৩৯) ও তার আপন ছোট ভাই এনামুল ওয়াহিদ(৩৮)। নোয়াগাঁও গ্রামের রবিউল হোসেন(৬১)।
মৃত রবিউল হোসেনের ভাতিজা ইনাতগঞ্জ ছাত্রলীগের আহবায়ক রুবেল আহমেদ জানান,রবিউল হোসেন স্বপরিবারে লন্ডন বসবাস করছেন। গত দু’মাস আগে দেশে আসছিলেন। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে লন্ডনের রয়েল হাসপাতালে আইনোলেশনে ছিলেন। রোববার তিনি মারা যান।
দক্ষিণগ্রামের মৃত দেলোয়ার ওয়াহিদ ও এনামুল ওয়াহিদ এর চাচাতো ভাই বাবলু মিয়া জানান,মা বাবা ভাই বোনের সাথে যুক্তরাজ্য বসবাস করতেন দেলোয়ার ওয়াহিদ ও এনামুল ওয়াহিদ । গত ৪দিন পূর্বে দেলোয়ার ওয়াহিদ করোনা ভাইরাসে এক্রান্ত হয়ে লন্ডন একটি হাসপাতালে মারা যান। তার ছোট ভাই এনামুল ওয়াহিদ বড় ভাইয়ের জানাজা নামাজে অংশ গ্রহণ করে একদিন পর অসুস্থ্য হয়ে পড়ে। তাকে হাসপাতালে নেয়া হলে তার শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়। রোববার সে মৃত্যুর কুলে ঢলে পড়ে।
মৃত্যু সংবাদটি জানার পর দেশে উভয় পরিবার ও আত্মীয়স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply