মোহাম্মদ গোলাম কিবরিয়া, লন্ডন: লেবার পার্টিতে ইহুদিদের নিয়ে বিভিন্ন মিডিয়ায় বা সরাসরি বক্তব্যের জেরে বহিষ্কারের ঘটনা চলমান রয়েছে।
ইহুদিদের নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার জেরে ব্রিটেনে বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর পুরু মিয়াকে বরখাস্ত করেছে লেবার পার্টি। দেশটির বাঙালিপাড়া লন্ডনের টাওয়ার হ্যামলেটসের এই কাউন্সিলরের বিরুদ্ধে ৬ বছর আগে দেওয়া ওই পোস্টের ঘটনায় এ ব্যবস্থা নেয় দলটি।
২০১৪ সালে ব্রিটেনের বামপন্থী সংগঠন মোমেন্টামের সাবেক কেন্দ্রীয় কোষাধ্যক্ষ পুরু মিয়া ফেসবুকে ওই পোস্টটি দিয়েছিলেন। এতে তিনি বলেন, ‘ইহুদি জাতির কোনও বাস্তব ভিত্তি নেই।’
কিন্তু পোস্ট দেওয়ার দীর্ঘদিন পর এক পর্যায়ে পোস্টটি সামনে এলে এ নিয়ে দলের অভ্যন্তরেই অভিযোগ উঠে। অভিযোগের ভিত্তিতে দলীয় তদন্ত কমিটি গঠন করা হয়। পুরু মিয়া অবশ্য পরে ওই পোস্টের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়ে তা মুছে দেন। তবে সেই ক্ষমা প্রার্থনা গ্রাহ্য করেনি তার দল।
প্রসঙ্গত: পুরু মিয়ার পরিবার সিলেট থেকে লন্ডনে গিয়ে স্থায়ী হন।
Leave a Reply