লন্ডন-বাংলা প্রেসক্লাবের নির্বাচনে নির্বাচিত সকল নেতৃবৃন্দকে ওয়েলসবাসী সহ বিভিন্ন মহলের অভিনন্দন

লিমন ইসলাম: যুক্তরাজ্যের বাংলা গণমাধ্যমকর্মীদের প্রতিনিধিত্বকারী সংগঠন লন্ডন-বাংলা প্রেসক্লাবের অতিসম্প্রতি সম্পন্ন নির্বাচনে বিজয়ী সভাপতি সাপ্তাহিক পত্রিকার সম্পাদক মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী. সহ সভাপতি সাপ্তাহিক বাংলা পোস্টের সম্পাদক তারেক চৌধুরী. সেক্রেটারি চ্যানেল এস-এর প্রধান প্রতিবেদক মোহাম্মদ জুবায়ের. ট্রেজারার ইকরা বাংলা টেলিভিশনের ব্যবস্থাপক আ স ম মাসুম. এসিস্ট্যান্ট সেক্রেটারি পদে মতিয়ুর রহমান চৌধুরী.কমিউনিকেশন সেক্রেটারি হিসেবে এম এ কাইয়ুম. ট্রেনিং এন্ড রিসার্চ সেক্রেটারি হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় ইব্রাহিম খলিল. ইনফরমেশন এন্ড টেকনোলজি সেক্রেটারি সালেহ আহমদ. ইভেন্টস এন্ড ফেসিলিটিজ সেক্রেটারি পদে রেজাউল করিম মৃধা. নির্বাহী সদস্য হিসাবে আব্দুল কাইয়ুম. রুপি আমিন. মো. এমরান আহমদ, পলি রহমান. নাজমুল হোসেইন ও শাহনাজ সুলতানা বিজয়ী হওয়ায় বৃটেনের ওয়েলস বাংলা নিউজের এডিটর ও দৈনিক মৌলভীবাজার মৌমাছি কণ্ঠের সম্পাদকমন্ডলীর সভাপতি এটিন বাংলার ওয়েলস প্রতিনিধি মোহাম্মদ মকিস মনসুর. ওয়েলস থেকে চ্যানেল এস এর কাডিফ প্রতিনিধি মোস্তফা সালেহ লিটন. এনটিভির কাডিফ প্রতিনিধি রফিকুল ইসলাম. ব্রিজেন্ড থেকে প্রবীণ সাংবাদিক দেওয়ান রফিক হায়দার মোহাম্মদ ফয়সাল. চ্যানেল এস এর নিউপোট প্রতিনিধি হারুন অর রশিদ. সাপ্তাহিক জনমতের কাডিফ প্রতিনিধি এস আই চৌধুরী বাবলু. লন্ডন সিলেট নিউজ টুয়ান্টি ফর ডট কমের এডিটর মোহাম্মদ মোজাম্মেল আলী. জিবিনিউজ টুয়ান্টি ফর এর এডিটর মোহাম্মদ রাকিব রুহেল. বিস্টল বাংলা প্রেসক্লাবের সভাপতি চ্যানেল এস এর প্রতিনিধি কামরুল ইসলাম ও বিস্টল বাংলা প্রেসক্লাবের সেক্রেটারি এটিন বাংলার প্রতিনিধি খায়রুল আলম লিংকন. সহ প্রমুখ সাংবাদিক বৃন্দ অভিনন্দন ও বিজয়ের শুভেচ্ছা জানিয়ে। বলেন এবারকার দায়িত্বপ্রাপ্তরা আমাদের প্রাণের এই ঐতিহ্যবাহী সংগঠনের অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আগামীদিনের অগ্রযাত্রায় অবশ্যই আরও বলিষ্ঠ ভৃমিকা রাখবেন তিনি আশাবাদব্যাক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা