রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সংলাপের কথা বলে কোন ফরমূলা দিয়ে লাভ হবে না। শেখ হাসিনার অধীনেই সকল দলের অংশ গ্রহণে নির্বাচন শান্তি পূর্ণভাবে নির্বাচনে ভোট দেবে দেশের জনগণ।
রবি বার (২সেপ্টম্বর) সকাল ১০ টায় সিরাজগঞ্জ শহরের মুজিব সড়ক মুক্তাপ্লাজার সামনে সনাতন ধর্মালম্বীদের জন্মাষ্টমী উপলক্ষে
সিরাজগঞ্জ জেলায় পূজা উদযাপন পরিষদের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, নির্বাচন এলেই একটি মহলের ষড়যন্ত্র শুরু হয়ে যায়। নির্বাচনে জ্বালাও পোড়াও সহ সবধরনের ষড়যন্ত্র প্রতিহত করবে জনগন। তিনি বলেন,বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হাজার বছরের শ্রেষ্ঠ বাংঙ্গালী জাতীর জনক বঙ্গ বন্ধু শেখ মুজিবের কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে মুসলিম , বৌদ্ব,খ্রীষ্টান সহ সকল ধর্মের মানুষ সমান অধিকার পালন করছে।
এসময় সিরাজগঞ্জ তথা সারা বাংলাদেশের চিত্রতুলে ধরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান। এর আগে মন্ত্রী অনুষ্ঠানে মংগল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কমিটি কেন্দ্রীয় কমিটির উপদেষ্ঠা মন্ডলীর সদস্য এ্যাডঃ বিমল কুমার দাস ।এসময় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সন্তোষ কুমার কানুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ -কামার খন্দ আসনের এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী,
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ মনিরুজ্জামান। এসময় উপস্হিত ছিলেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টিজের সভাপতি আলহাজ্ব আবু ইউসূপ সূর্য্ পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক জান্নাত আরা হেনরী তালুকদার,কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সদস্য প্রাণ গোবিন্দ চৌধুরী, জাতীয় পরিষদ সদস্য হীরক গুন, হিন্দু,বৌদ্ব, খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি এ্যাডঃ সুকুমার চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, সহ-সভাপতি বিজয় দত্ত অলোক, যুগ্ন-সম্পাদক সুকান্ত সেন প্রমুখ।
পরে শহরের বিভিন্ন মন্দির থেকে ভক্তদের সাজ সজ্জায় সজ্জিত একটি বর্নাঢ্য শোভা যাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রী শ্রী গোবিন্দ মন্দিরে গিয়ে শেষ হয়। এছাড়াও শ্রী কৃষনোর শুভ জন্মষ্টামী উপলক্ষে জেলার বিভিন মন্দিরেপূজা অর্চনা সহ দিন ব্যাপি নানা ধরনের অনুষ্ঠান হয়েছে।
Leave a Reply