-
- সিলেট বিভাগ
- সাংবাদিক এনামুল কবির মুন্নার ছেলে আপনের জন্মদিন পালিত
- আপডেট টাইম : March, 8, 2019, 6:25 pm
- 515 বার
বিশেষ প্রতিনিধি: দোয়ারাবাজার উপজেলা সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক দৈনিক সিলেটের দিনকাল ও দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন পত্রিকার দোয়ারাবাজার প্রতিনিধি এনামুল কবির মুন্না ও শাহানা কবির লালনের বড় ছেলে নাজমুল কবির আপনের তৃতীয় জন্মদিন পালিত হয়েছে।
শুক্রবার (৮ মার্চ) রাত সারে ৯টায় দোয়ারাবাজার উপজের মান্নারগাঁও ইউনিয়নের আমবাড়ী বাজার তার নানা বাড়িতে ঘরোয়া পরিবেশে কেক কেটে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার নানা শাহাবুদ্দিন,নানি রেহেনা আক্তার,নানা আব্দুল কাদির,নানি দিলারা বেগম,বড় মামা জুয়েল আহমেদ মামুন,মামানি আমিনা আক্তার,ছোট মামা মাসুম আহমদ,এসময় নাজমুল কবির আপনের নানা শাহাবুদ্দিন ও নানী রেহেনা আক্তার নাতির দীর্ঘায়ু কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।নাজমুল কবির আপনের দাদা মো.রহমত আলী ও দাদী নেওয়া বিবি নাতীর জন্য দোয়া কামনা করেছেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply