-
- দেশের খবর
- সাদুল্যাপুরে জুয়া বিরোধী অভিযানে ৬ জুয়ারী আটক
- আপডেট টাইম : May, 27, 2019, 7:53 pm
- 421 বার
দেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধিঃগাইবান্ধার জেলা গোয়েন্দা শাখা ডিবির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ৬ জুয়ারুকে হাতে নাতে আটক করে।
জানা যায়,সংঘবদ্ধ জুয়ারু দল উপজেলার বিভিন্ন এলাকায় স্থান পরিবতন করে কাড দিয়ে জুয়া খেলে আসছিল।
ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যার পূর্বে।
থানা সুত্রে জানা যায়, কাড দিয়ে জুয়া খেলার সময় জুয়া খেলার সরন্জামাদি সহ ৬জন জুয়ারু আটক করে ডিবি পুলিশ।
পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হইলে তাহাদের অর্থ দন্ড প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করেন সাদুল্যাপুর থানার ইনচার্জ নওফেল।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply