জাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচিতে সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত ১ যুবক নিহত হয়েছে। সোমবার বেলা ১১টার সময় বেলকুচি উপজেলার আমবাড়িয়া এলাকায় অতিরিক্ত রাস্তাঘাট খারাব থাকার কারনে চলন্ত একটি সিএনজি গাড়ীর সামনের চাকা খুলে যাওয়ায় এই দূর্ঘনা ঘটে। এতে গাড়ীর সামনের সিটে বসে থাকা এক যাত্রী অজ্ঞাত(২৫) যুবক ঘটনাস্থলে নিহত হয়। এবং নারীসহ ৩ জন আহত হয়েছে
আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। বেলকুচি থানার ওসি(তদন্ত) নুরে আলম জানান,এনায়েতপুর থেকে সিরাজগঞ্জ দিকে যাওয়ার পথে রাজাপুর ইউনিয়নের আমবাড়িয়া এলাকায় সিএনজির সামনের চাকা খুলে যাওয়ায় ঘটনাস্থলে ১জন অজ্ঞাত যুবক নিহত হয় এবং নারীসহ ৩ জন আহত হয়।
এসময় ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়।
Leave a Reply