রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি::র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) সিরাজগঞ্জের সলঙ্গায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ নজরুল ইসলাম (৫৪) নামের এক মাদক ব্যবসায়ীকে ১০০পিচ ইয়াবা সহ গ্রেফতার করেছে র্যাব-১২।
গ্রেফতারকৃত মোঃ নজরুল ইসলাম সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার বলদীপাড়া গ্রামের মৃত আব্দুল মন্ডল এর ছেলে।
রবিবার (২০জানুয়ারি) র্যাব ১২ পক্ষ হতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৯ জানুয়ারী) সন্ধ্যায় সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ আউয়াল হোসেন খান এর নেতৃত্বে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন দাদনপুর উত্তর পাড়া গ্রামস্থ এমদাদ উল্লাহ মহাজেরী রিসার্চ সেন্টার ও হাফিজিয়া মাদ্রাসার উত্তর পার্শ্বে কাচা রাস্তার উপর মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ নজরুল ইসলাম কে ১০০ পিছ ইয়াবা, ০১ টি মোবাইলসেট ও মাদক বিক্রির নগদ ৫০০/-টাকাসহ হাতেনাতে গ্রেফতার করে র্যাব-১২ সদস্যগণ।পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে র্যাব কর্তৃক মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply