রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধিঃ: ‘থাকলে কন্যা সুরক্ষিত, দেশ হবে আলোকিত, এই শ্লোগানে সিরাজগঞ্জে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস -১৮ উদযাপন ও শিক্ষার্থীদের সংবর্ধনা আলোচনাসভা, কুইজ, শিক্ষার্থীদের উপহার
ব্যাগ,দেয়াল ঘড়ি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান
করা হয়েছে।
বুধবার (৩১অক্টোবর’১৮) সিরাজগঞ্জ শহরের শহীদ এম. মনসুর আলী অডিটোরিয়ামে সকালে অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলাপ্রশাসক কামরুন নাহার সিদ্দীকা।
প্রধান আলোচক ছিলেন, রুম টু রিড বাংলাদেশের কান্টি ডিরেক্টর,রাখী সরকার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,জেলা শিক্ষা অফিসার মোঃ শফী উল্লাহ জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা।
স্বাগত বক্তব্য ও সভার সভাপতিত্ব করেন,শার্প সিরাজগঞ্জের পরিচালক মোঃ শওকত আলী। আরো বক্তব্য রাখেন,গার্লস এডুকেশন প্রোগাম অফিসার ফাহমিদা হামিদ, রুম টু রিড সিনিয়র প্রোগাম ম্যানেজার রুকসানা সুলতানা, প্রোজেক্ট-কো অডিনেটর জাহিদা খাতুন বিউটি প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, শিক্ষার্থী হাওয়া খাতুন।
সিরাজগঞ্জ সদর, রায়গঞ্জ, বেলকুচি উপজেলার ৫ টি মাধ্যমিক স্কুলের ছাত্রী ২৬০ জন, ১৩ টি কলেজের এইচ,এস,সি(পাশ) ২২৬ জন উর্ত্তীণ ছাত্রীদের সংর্বধনা,কলেজে অধয়নরত একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের মোট ৯৫০ জনকে পড়ার জন্য উপহার হিসাবে ব্যাগ ও দেয়াল ঘড়ি প্রদান করা হয়েছে। এঅনুষ্ঠানের উদ্দেশ্য হলো,শিক্ষার্থীদের জীবন মান উন্নয়নে সুশিক্ষা গুনগত।মেয়েদের জীবন দক্ষতা বৃদ্ধি, কাউন্সিলিং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সহায়তা ও অভিভাবকদের কাউন্সিলিং করা হয়ে থাকে। বাল্যবিবাহরোধ,জঙ্গীবাদ,মাদকমু
Leave a Reply