রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের দৈনিক প্রথম আলোর প্রতিনিধি খ্যাতনামা সাংবাদিকদের মধ্যে অন্যতম সাংবাদিক এনামুল হক খোকন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিউন। বুধবার সকাল সাড়ে ৬ টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে আত্নীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সিরাজগঞ্জ সকল সাংবাদিকদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। সেই সাথে শোক সোকস্তপ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১৭ নভেম্বর উল্লাপাড়া সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন সাংবাদিক এনামুল হক খোকন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখানে তার অবস্থার অবনতি হলে ঐদিনই রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
Leave a Reply