রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে বিশেষ অভিযানে ৪৭০লিটার চোলাই মদ ও দুই ক্যান বিয়ারসহ দুইজনকে আটক করেছে সিরাজগঞ্জ স্পেশাল কোম্পানী র্যাব-১২।
বৃহস্পতিবার (০৬ ডিসেম্বর ) বেলা ১১.১৫ এর দিকে সিরাজগঞ্জ ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ আউয়াল হোসেন খান এর নেতৃত্বে সিরাজগঞ্জ জেলাধীন কামারখন্দ থানার আওতাধীন বলরামপুর গ্রামের জনৈক শ্রী সুশীল চন্দ্র রবিদাস (৪০), পিতা- মৃত মঙ্গল রবিদাস এর বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে আসামী শ্রী সুনীল রবিদাস (৫০), সুশীল চন্দ্র রবিদাস (৪০), উভয় পিতা-মৃত মঙ্গল রবিদাস, উভয় সাং-বলরামপুর, থানা-কামারখন্দ, জেলা-সিরাজগঞ্জ এদেরকে ৪৭০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ ও ২ ক্যান বিয়ার সহ হাতে নাতে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানায় ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২২(গ) ধারায় মামলা রুজু প্রক্রীয়াধীন রয়েছে।
Leave a Reply