বুলবুল আহমদ ॥ গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর
উপ অধিনায়ক সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দলের মেজর মোঃ
শওকাতুল মোনায়েম, এএসপি নাহিদ হাসান ও এএসপি ওবাইন এর সমন্বয়ে সদর
কোম্পানি (সিলেট ক্যাম্প) এরsশাহ পরান থানার খাদিম নগর এলাকা থেকে ভারতীয়
১১হাজার ৬৪০ পিস বিস্কুট জব্দ করে চোরাকারবারী সাফি চৌধুরী র্যাব
গ্রেফতার করেছে। গতকাল শনিবার রাত ০৮ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে
সিলেট জেলার বিয়ানীবাজার থানার খাড়াবরা গ্রামের কালাম আহমদ চৌধুরীর পুত্র
সাফি চৌধুরী (২৫) কে গ্রেফতার করে জব্দকৃত আলামত সহধৃত তারর বিরুদ্ধে
র্যাব বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের কওে এসএমপির শাহপরাণ থানায়
হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply