সুনামগঞ্জে ক্ষুদে শিক্ষার্থীদের ভোট উৎসব

সুনামগঞ্জ প্রতিনিধি::সারাদেশের ন্যায় হাওর অধ্যুষিত জনপদ সুনামগঞ্জের ১৪৭০টি প্রাথমিক বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আনন্দের মাধ্যমে নির্বাচন পরিচালনা, প্রতিদ্বন্ধিতা ও ভোটদান করছে ক্ষুদে শিক্ষার্থীরা। ৩য় থেকে ৫ম শ্রেণির ক্ষুদে শিক্ষার্থীরা এই নির্বাচনে ভোটদানের পাশাপাশি নির্বাচন কমিশনার, প্রিসাইডিং ও পোলিং অফিসারের দায়িত্ব পালন করছে প্রতিটি বিদ্যালয়ে। প্রতিটি বিদ্যালয়ে ৭টি পদের বিপরিতে একাধিক প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন। নির্বাচন পরিদর্শনে ঢাকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফরহাদ আলম সুনামগঞ্জে এসে বিভিন্ন বিদ্যালয়ে ক্ষুদে শিক্ষার্থীদের নির্বাচনী তৎপরতা প্রত্যক্ষ করছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সারা জেলায় ১৪৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২১ হাজার ২৬৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। ১ লক্ষ ৭৩ হাজার ২০৮ জন ভোটার ১০ হাজার ২৯০ জন প্রার্থীকে স্টুডেন্ট কাউন্সিলের প্রতিনিধি নির্বাচিত করতে সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত ভোটদান করছেন। শিশুদের এই ভোটদানে তাদের মধ্যে আনন্দ লক্ষ্য করা গেছে। শিশুদের নির্বাচনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তার পাশাপাশি জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা ও ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকরাও প্রত্যক্ষ করছেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্বাচনী তদারকি কর্মকর্তা মো. ফরহাদ আলম জানান, সারাদেশেই অধিদপ্তর থেকে প্রতিটি জেলায় প্রতিনিধি পাঠানো হয়েছে নির্বাচন উপলক্ষে। ভবিষ্যত প্রজন্মের গণতান্ত্রিক ভিত্তি মজবুত ও পরমত সহিষœুতা, শ্রদ্ধাবোধ ও ভবিষ্যত সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই নির্বাচন পরিচালিত হচ্ছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা