সুনামগঞ্জে চোরাই পথে আনা ভারতীয় মালামাল আটক করেছে(বিজিবি)

সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃসুনামগঞ্জে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চোরাই পথে আনা ভারতীয় মদ, গাঁজা, গরু ও বাংলাদেশী মাছ আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড  (বিজিবি)। তবে ভারতীয় মালামালের সাথে কাউকে আটক করতে পারেনি বিজিবি।সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির সুত্রে যানাযায়,বিভিন্ন অভিযানে চাঁনপুর বিওপির টহল দল ২১ জানুয়ারি ২০২০ তারিখ ৯ ঘটিকায় সীমান্ত পিলার ১২০২/১২-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৪নং উত্তর বড়দল ইউনিয়নের বারেকটিলা নামক স্থান হতে ০.৭ কেজি ভারতীয় গাঁজা আটক করে, যার মূল্য ২,৪৫০/- টাকা। অন্যদিক বাগানবাড়ী বিওপির টহল দল ২১জানুয়ারি ২০২০ তারিখ ২ ঘটিকায় সীমান্ত পিলার ১২২৫/৪-এস এর নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলা ধীন ৮নং বোগলাবাজার ইউনিয়নের ভাংগাপাড়া নামক স্থান হতে ০২টি ভারতীয় গরু আটক করেন,যার আনুমানিক মূল্য ৪৫,০০০/- টাকা। এদিকে মাঠগাঁও বিওপির টহল দল ২১ জানুয়ারি ২০২০ তারিখ ৫ ঘটিকায় সীমান্ত পিলার ১২২৪/৯-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশে দোয়ারাবাজার উপজেলাধীন ৭নং লক্ষীপুর ইউনিয়নের পশ্চিম মাঠগাঁও নামক স্থান হতে ৫০ কেজি বাংলাদেশী মাছ আটক করে, যার আনুমানিক মূল্য ৫,০০০/- টাকা। অপরদিকে বনগাঁও বিওপির টহল দল ২১ জানুয়ারি ২০২০ তারিখ ১ ঘটিকায় সীমান্ত পিলার ১২১৯/৩-এস এর নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশে সুনামগঞ্জ সদর উপজেলাধীন ২নং রংগারচড় ইউনিয়নের নৈগাং নামক স্থান হতে ৪২ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৬৩,০০০/- টাকা। অন্যদিকে চাঁনপুর বিওপির টহল দল ২২ জানুয়ারি ২০২০ তারিখ ১ ঘটিকায় সীমান্ত পিলার ১২০২/৫-এস এর নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৪নং উত্তর বড়দল ইউনিয়নের বারেকটিলা নামক স্থান হতে ৪৭ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৭০,৫০০/- টাকা। অন্যদিক চিনাকান্দি বিওপির টহল দল ২২ জানুয়ারি ২০২০ তারিখ ৫ ঘটিকায় সীমান্ত পিলার ১২১০/৬-এস এর নিকট হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশ্বম্ভরপুর উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নের শীলডুয়ার নামক স্থান হতে ৪৫ বোতল ভারতীয় মদ এবং ০৩ কেজি গাঁজা আটক করে, যার মূল্য ৭৮,০০০/- টাকা। আটক করে, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অতিরিক্ত পরিচালক ভারপ্রাপ্ত অধিনায়ক মো: মেসবাহ্ উদ্দীন রাসেল জানান, আটককৃত ভারতীয় মদ ও গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, এবং গরু ও বাংলাদেশী মাছ শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা