সুনামগঞ্জে ডলুরা শহীদ মুক্তিযোদ্ধা সমাধিতে পুষ্পস্তবক অর্পণ

রুজেল আহমদ সুনামগঞ্জ::২৫ মার্চ গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে ডলুরা শহীদ মুক্তিযোদ্ধা সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। সোমবার সকালে সুনামগঞ্জ সদর উপজেলার ডলুরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সুনামগঞ্জ জেলা ইউনিটের প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। পরে জেলা প্রশাসক সুনামগঞ্জ মোহাম্মদ আব্দুল আহাদ এর সভাপতিত্বে ডলুরা শহীদ মুক্তিযোদ্ধা সমাধিস্থলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক, স্থানীয় সরকার মোহাম্মদ এমরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, সুনামগঞ্জ সদর উপজেলার নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াছমিন নাহার রুমা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সুনামগঞ্জ জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার হাজী নুরুল মোমেন প্রমুখ। সভার সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি), সুনামগঞ্জ সদর নুসরাত ফাতিমা। আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বন্ধুসভার মোমবাতি প্রজ্জ্বলন::

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে গতকাল সোমবার সন্ধ্যায় সুনামগঞ্জে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে আলোর মিছিল, পুস্পস্তবক অর্পণ, মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা হয়েছে। পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণ থেকে সন্ধ্যায় আলোর মিছিল বের হয়। মিছিলটি গিয়ে শেষ হয় শহীদ মিনারে। পরে শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা হয়। সুনামগঞ্জ বন্ধুসভার সদস্য শাহিদুর রহমানের সঞ্চালনায় আলোচনা পর্বে বক্তব্য দেন সুনামগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা অ্যাডভোকেট এনাম আহমেদ, সুনামগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক অ্যাডভোকেট খলিল রহমান, কৃষকনেতা আবদুল কাইউম, সুনামগঞ্জ বন্ধুসভার সহসভাপতি প্রদীপ পাল, সদস্য রনজিৎ কুমার দেব, আশরাফুজ্জামান বাবুল, শাহজাহান আলম সিদ্দিকী, সফিকুল ইসলাম, জাকিরুল হক মান্না প্রমুখ। এ ছাড়াও কর্মসূচিতে বন্ধুসভার সদস্য সুস্মিতা আচার্য, রুবেল পাল, প্রিয়াঙ্কা কর, নুর হোসেন সুমন, জাকের আহমদ, বর্ষা আচার্য, আয়েশা ইসলাম প্রীতি, আক্তার হোসেন, সুরাইয়া আক্তার, শিহাব আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা