স্টাফ রিপোর্টার::
সুন্দরবনের বিষ দিয়ে মাছ ধরার অপরাধে তিন দূবৃত্তকে আটক করেছে সুন্দরবন পূর্ব বনবিভাগ।সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে সুন্দরবনের করমজল এলাকার সারাখালী খাল এলাকায় বিষ দিয়ে মাছ ধরার সময় এদেরকে আটক করে বনরক্ষিরা। এসময় আটককৃতদের কাছ থেকে ১২ কেজি বিষ মিশ্রিত মাছ, একটি বিষের বোতল, দুইটি দা, একটি করাত, একটি প্লাস, একটি নৌকা, তিনটি বৈঠা ও একটি ডিঙ্গি নৌকা জব্দ করে বনরক্ষিরা।আটককৃতরা হলেন,খুলনার দাকোপ উপজেলার উত্তর কালাবগী গ্রামের বেল্লাল ঢালী (৪০), মাসুম ঢালী (৪২) ও মনিরুল ঢালী (৩৯)।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল এলাকার সারাখালী খালে অভিযান চালিয়ে বিষ দিয়ে মাছ আহরণের সময় আমরা হাতেনাতে তিনজনকে আটক করেছে বনরক্ষীরা।আটককৃতদের বিরদ্ধে বন আইনে মামলা দায়ের পূর্বক খুলনা আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply