বাগেরহাট প্রতিনিধি:: সুন্দরবনে ৩টি হরিণের মাথা ও ১২টি পাসহ ৪২টি কেজি হরিণের মাংস উদ্ধার করেছে সুন্দরবন পূর্ব বন বিভাগ।মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে মরা পশুর খাল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে চোরা শিকারিরা বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে নৌকা রেখে বনের মধ্যে পালিয়ে যায়। এসময় চাঁদপাই রেঞ্জের বনরক্ষিরা নৌকাটি জব্দ করে। নৌকায় তল্যাসী করে ৩টি হরিণের মাথা, ৪২কেজি মাংস, ১২টি পা, ২টি ছুরি, ১টি দা এবং ৭৫০ ফুট পাঁদ উদ্ধার করে বনরক্ষিরা।উদ্ধারকৃত মাংস ও মালামাল মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে। পুর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক এনামুল হকের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালানো হয়। চোরা শিকারীরা বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে দ্রুত নৌকা থামিয়ে বনের মধ্যে পালিয়ে যায়। এসময় নৌকা তল্যাসি করে হরিণের মাথা, মাংস, ছুড়ি, দা ও ফাঁদ পাওয়া যায়। মামলা দায়ের পূর্বক জব্দকৃত মালামাল আদালতে সোপর্দ করা হবে বলে জানান।
Leave a Reply