হবিগঞ্জ প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নে ২০২০-২১ অর্থ বছরের জন্য ২কোটি ৪০ লাখ ২৫ হাজার ২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ রবিবার সকালে সামাজিক দুরত্ব বজায় রেখে সীমিত লোকজনদের নিয়ে এক উন্মুক্ত সভায় ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জয় কুমার দাস এ বাজেট ঘোষণা করেন। বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খন্দকার। আমিরুল ইসলাম আখনজীর পরিচালনায় উন্মুক্ত সভায় বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলী আকবর খান, আলী আক্তার চৌধুরী, ইউনিয়ন যুবলীগ সভাপতি সামছুল হক আখনজী, সাংবাদিক এসএম সুরুজ আলী প্রমূখ। এছাড়াও বক্তব্য রাখেন ইউনিয়নের সাবেক ও বর্তমান সদস্যগণ। বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খন্দকার বলেন-সরকার এই করোনা ভাইরাস মোকাবেলা মধ্যে জনগণের স্বার্থে বাজেট ঘোষা করছে। তিনি বলেন-সরকারের নির্দেশনা মেনে চলাচলে করে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলা করতে হবে। ইউপি চেয়ারম্যান জয় কুমার দাস বলেন-এ বাজেট ইউনিয়নের জনগণের প্রত্যাশা পূরণ করবে। ইউনিয়নের উন্নয়নে আজীবন কাজ করে যেতে চান তিনি। উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
Leave a Reply