এনামুল কবির (মান্না)দোয়ারাবাজার প্রতিনিধি:: বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক ও বর্তমান প্রেসিডিয়াম সদস্য, জনপ্রশাসন মন্ত্রী এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের সুযোগ্য সন্তান পরিচ্ছন্ন রাজনীতিবিদ সৈয়দ আশরাফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক শামীম আহমদ চৌধুরী।
তিনি শুক্রবার (৪ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোক বার্তায় তিনি বলেন, সৈয়দ আশরাফ বাংলাদেশের একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। ক্ষমতায় এসে তার সম্পদের পরিমাণ কমেছিল। এ থেকে স্পষ্ঠ বুঝা যায়- তিনি কতটুকু সৎ রাজনীতিবিদ ছিলেন। দেশের বর্তমান পরিস্থিতিতে সৈয়দ আশরাফের মতো সৎ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদের খুব প্রয়োজন ছিল। সৈয়দ আশরাফের প্রয়াণ, দেশের জন্য অতুলনীয় ক্ষতি। যা কখনও পুরণ হবার মতো নয়। আল্লাহ সৎ এ নেতাকে জান্নাতুল ফেরদৌস দান করুন- আমিন।
Leave a Reply