নোয়াখালী প্রতিনিধিঃ:নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার জয়াগ ইউনিয়নের বাউর কোট গ্রামে বজ্রপাতে দুই জন নিহত হয়েছে।
নিহতরা হলেন, ওই গ্রামের আব্দুল মতিনের ছেলে নোমান হোসেন (৪৫) ও বাবুল মিয়ার ছেলে সাইমুন ইসলাম বাপ্পী (১২)। নিহত বাপ্পী জয়াগ আইডিয়াল একাডেমির ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। নিহতরা সম্পর্কে চাচা ভাতিজা।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সামাদ জানান, চাচা নোমান আজ দুপুরে সেচ মেশিন দিয়ে বাড়ীর পাশ্ববর্তী একটি ধানক্ষেতে পানি দিচ্ছিল। এসময় বাপ্পীও তার চাচার সংগে ছিল। এর কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হলেও, তারা পানি সেচের কাজ চালিয়ে যাচ্ছিল। এসময় বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে তাদের দুই জনের মর্মান্তিক মৃত্যু হয়।
তিনি আরো জানান, পরিবারের কোন আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply