নোয়াখালী প্রতিনিধি::নোয়াখালীর সোনাইমুড়ীতে ওয়ারেন্টভুক্ত মাদক ব্যবসায়ী মোঃ ইয়াছিন (২৬) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে বজরা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী উপজেলার বজরা ইউনিয়নের মোটুবী গ্রামের মফিজ উল্ল্যা প্রকাশ মাছি মিয়ার ছেলে। সে দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক বিক্রি করে আসছিল। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে।
পুলিশ জানায়, উপজেলার মোটুবী গ্রামের মাদক ব্যবসায়ী ইয়াছিনের বিরুদ্ধে জি.আর ৯২৪/১৮ ইং মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারী পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়াও তার বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় মাদকের একাধিক মামলা রয়েছে।
আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সোনাইমুড়ী থানার ওসি আবদুস সামাদ পিপিএম।
Leave a Reply