হবিগঞ্জ প্রতিনিধি ॥ স্থানীয় দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলায়তনে এ অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হারুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শংকর পাল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সফিকুর রহমান চৌধুরী, ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, বর্তমান সেক্রেটারী সৈয়দ এখলাছুর রহমান খোকন, সাবেক সেক্রেটারী সেলিম আজাদ, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, ডাঃ জমির আলী, বিশিষ্ট কবি ও সাহিত্যিক তাহমিনা বেগম গিনি, প্রকৌশলী লায়ন এমএ মুমিন চৌধুরী বুলবুল, অ্যাডভোকেট রুখসানা জামান চৌধুরী, বাদল কুমার রায়, তবারক এ লস্কর, হবিগঞ্জ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ শাহীন, অ্যাডভোকেট তাহমিনা খান, শাহ জালাল উদ্দিন জুয়েল, প্রমূখ।
অনুষ্ঠানে বস্ত্রনিষ্ট সংবাদ প্রকাশের জন্য হবিগঞ্জের মুখ পত্রিকার কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান এবং পত্রিকার সফলতা কামনা করেন।
Leave a Reply