স্পেনে বিয়ানীবাজার জনকল্যান এসোসিয়েশনের উদ্দ্যোগে  আলোচনা সভা ও নৈশ ভোজ 

লায়েবুর রাহমান স্পেন থেকে ::স্পেনের বার্সেলোনায় বাংলাদেশ কমিউনিটির সম্মানে নৈশ ভোজ এবং ঐক্যবদ্ধ  কমিউনিটি বিনির্মাণ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বিয়ানীবাজার জনকল্যান এসোসিয়েশন।

গত  রবিবার (৩০শে সেপ্টেম্বর) বার্সেলোনার রাভালের হিমালয় রেষ্টুরেন্টে আয়োজিত হয় অনুষ্ঠান।বিয়ানীবাজার  জনকল্যান এসোসিয়েশনের সভাপতি লুৎফুর রহমান সুমনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের সার্বিক তত্বাবদানে ছিলেন এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম লায়েক।

অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার প্রায় দুই শতাধীক প্রবাসী অংশ গ্রহন করেন।তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয়। এ সময় কমিউনিটি ব্যাক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন জনকল্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক লোকমান হোসেন, বাংলাদেশ কোলতোরাল এসোসিয়েশনের উপদেষ্ঠা আব্দুল বাসিত কয়সর, সহসভাপতি মোক্তার আহমেদ , কমিউনিটি নেতা ইকবাল আহমেদ জুনায়েদ, সালাউদ্দিন আহমেদ, ফয়সল আহমেদ, সিব্বির আহমেদ, খালেদুর রহমান, শাহ আব্দুল কাদের, সুনামগঞ্জ কালচারাল এসোসিয়েশনের সভাপতি মনোয়ার পাশা, জালালাবাদ এসোসিয়েশনের আহবায়ক কামরুল ইসলাম, ঢাকা জেলা সমিতির উপদেষ্ঠা জাহাঙ্গীর আলম, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সিঃ সহভাপতি শিপলূ আহমেদ নিয়াজী, সদস্য আব্দুল কাদির, আব্দুল আহাদ, লতিফিয়া আইডিয়াল জামে মসজিদের সভাপতি গিয়াস উদ্দিন, সভাপতি শাহ আলম স্বাধীন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান সুহেল, বন্ধু সুলভ মহিলা সমিতির সভাপতি শিউলি আক্তার, কিংস ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক ময়েজ আহমদ, সাধারণ সম্পাদক জুবেদ আহমদ, তারুন্যের সংগঠন ভয়েস অব বার্সেলোনার সভাপতি ফয়সল আহমদ, সিঃ সহ সভাপতি সৈয়দ জুয়েল, সাধারণ সম্পাদক এ আর লিটু, শাহ জালাল জামে মসজিদের ইমাম মওলানা ইসমাইল হোসেন, ইমাম রকিবুল হোসেন সহ বার্সেলোনার প্রায় ১৫টি সঙ্গঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বার্সেলোনায় প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধভাবে বসবাস করে নিজেদের উন্নয়নের পাশাপাশি মাতৃভূমি বাংলাদেশের উন্নয়নেও ভূমিকা রাখার আহ্বান জানান। কমিনিটির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার গুরুত্বআরোপ করেন কমিউনিটির ব্যাক্তিবর্গ।

এছাড়া কমিউনিটির মধ্যে  দ্বিধাবিভক্তি সৃষ্টিকারী ব্যাক্তিদের বয়কটেরও দাবী জানান সবাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা