সংবাদদাতা:হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ (বিপিএম-সেবা) এর উদ্যোগে নবীগঞ্জ থানাধীন পৌরসভা এলাকাসহ বিভিন্ন ইউনিয়নের অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৫ টায় নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জের আয়োজনে আনুষ্ঠানিকভাবে থানা প্রাঙ্গনে প্রায় ৫ শতাধিক মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন নবীগঞ্জ-বাহুবল সার্কেল এএসপি পারভেজ আলম চৌধুরী ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, থানার ওসি (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ, পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, কাউন্সিলর জাকির হোসেন, কাউন্সিলর জায়েদ চৌধুরী, নবীগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি শাহ সুলতান আহমেদ, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও দৈনিক হবিগঞ্জ সময়ের বার্তা সম্পাদক মতিউর রহমান মুন্না, থানার সেকেন্ড অফিসার এস আই শামছুল ইসলাম, এস আই সাব্বির আহমেদ, এস আই অচিন্ত্য অধিকারী, এস আই ফিরোজ আলম, এস আই ফখরুজ্জামান, এস আই আতিকুর রহমান, এস আই পার্থ রঞ্জন চক্রবর্তী, অভিজিৎ ভৌমিক, এস আই শাহীন, এ এস আই গোলাম রসূল, এএসআই আক্তার হোসেন, আব্দুল হান্নান প্রমূখ।
এ ছাড়াও পৃথকভাবে বিভিন্ন ইউনিয়নের শীতার্ত মানুষ ও গ্রাম পুলিশদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
Leave a Reply