হবিগঞ্জে এবার করোনায় কেড়ে নিল আইনজীবীর প্রাণ

হবিগঞ্জ প্রতিনিধ॥ হবিগঞ্জে করোনায় আক্রান্ সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট
মোঃ নজরুল ইসলামের মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় অ্যাডভোকেট
নজরুল ইসলাম মারা যান।
মরহুমের পারিবারিক সূত্র জানায়, এক সপ্তাহ আগে এ্যাডভোকেট মো. নজরুল ইসলামের
করোনা পজিটিভ শনাক্ত হয়। এরপর তাকে ঢাকার মুগদা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা
আশংকাজনক হওয়ায় পরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের
আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তিনি
মারা যান। এডভোকেট নজরুল ইসলাম এর বাড়ী নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের
বানিউন গ্রাম।
এদিকে, সিনিয়র আইনজীবী মো. নজরুল ইসলামের মৃত্যুতে হবিগঞ্জ ও নবীগঞ্জে শোকের ছায়া
নেমে আসে। জেলা আইনজীবী সমিতির অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন তিনি। হবিগঞ্জ
আইনজীবী সমিতিতে বিভিন্ন সময় নানা দায়িত্ব পালন করেছেন তিনি।
হবিগঞ্জ আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রুহুল হাসান শরীফ জানান,
মো. নজরুল ইসলামের মৃত্যুতে রোববার কোর্টের স্বাভাবিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা
হয়েছে। সন্ধ্যা ৭টায় জজ কোর্ট প্রাঙ্গনে মৃতের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। ওই
আইনজীবীর নিজ বাড়ি নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে করোনা বিধি অনুযায়ী রাত ১১ টায় নামাজে জানাযা শেষে মৃতের মরদেহ
দাফন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা