হবিগঞ্জে জনকরাজ ধানের বাম্পার ফলন ॥ কৃষকের মুখে হাসি

এসএম সুরুজ আলী ॥ চলতি বোরা মওসুমে হবিগঞ্জে জনকরাজ ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষকদের জমিন ধানের বাম্পার ফলন হওয়ায় কৃষকরা আন্দিত।

ন্যাশনাল এগিকেয়ার হাইব্রিড কোম্পানি লিঃ জনক রাজ ধান বীজ সিলেট বিভাগে ৪শ মেট্রিক টন বাজারে বিক্রি করা হয়েছিল। এর মধ্য হবিগঞ্জের অধিকাংশ কৃষকরা এ ধান চাষ করেন। বিশেষ করে এবার কোম্পানির নতুন আবিস্কৃত ন্যাশনাল এগিয়ার-৪ ধান বীজ কৃষক জমিত রোপন করেন। জমিতে রোপন করার পর কৃষকরা লক্ষ করেন এ ধানের ঘুরা শক্ত হওয়ায় জ্বর তুপানে ঝরে না। কোন ধরণের পোকা মাকড়ও ধানের কোন ক্ষতি সাধন করতে পারে না। ধানের পাতা শক্ত। যা কড়াও জ্বলে না।

সম্প্রতি কৃষকদের জমির ধান কাটা শুরু হলে কষকরা জনকরাজ ধানকাটাও শুরু করন। কৃষকরা যখন জনকরাজ ধান কাটছিলেন ধানের ফলনের হিসাব মিলিয়ে কৃষকরা দেখতে পান অন্যান্য কোম্পানির চেয়ে এ কোম্পানির ধানের ফলন হিসেব হয়েছে। গতকাল জনকরাজ ধান কোম্পানির একটি প্রতিনিধি দল সাংবাদিকদের সাথে নিয়ে হবিগঞ্জ সদর উপজলার কাকুড়াকান্দি গ্রামের হাওর ও বানিয়াচং উপজলার আউয়াল মহল হাওর পরিদর্শনে যান। পরিদর্শনকালে সদর উপজেলার কাকুড়াকান্দি গ্রামের কৃষক জয়নাল আবেদিন জানান, তিনি এবার দুই একর ৩৩শতক জায়গা জনক ধান চাষ করছিলেন।

জমিতে ধানের বাম্পার ফলন হয়েছে। তিনি বলেন-প্রতি শতকে ১মন ধান হয়েছে। এ হিসাবে প্রতি খের জমিতে ২৮ মন ধান হয়েছে। আবার কোন কোন জমিতে ৩০ মন ধানও হয়েছে। তিনি বলেন-অন্যান্য বছর জমিগুলোতে বিভিন্ন ধান চাষ করেছি কিন্ত জনকরাজ ধানের মত ফলন হয়নি।

একই গ্রামের কৃষক সমছু মিয়া জানান, তিনি ৫ খের জমিতে জনকরাজ চাষ করেছেন। ফজর আলী ১৬ খের, সোহাগ মিয়া ৬ খের জমিতে জনকরাজ ধানের চাষ করেন এতে তারা প্রত্যকই জমিতে ভালো ফলন হয়েছ বলে জানিয়েছেন। শুধু তারা নয়, আরো অনেক কৃষকরা জমিতে জনকরাজ ধানের চাষ করেন তারাও ধানের বাম্পার ফলন হয়েছে বলে জানান।

গতকাল দুপুরে কোম্পানির প্রতিনিধিদল হাওরে জমি পরিদর্শন শেষে কৃষকদের সাথে উঠান বৈঠক বা মাঠ দিবসে মিলিত হন। এ সময় কৃষকরা এ ধানের ফলন হওয়ার কারণগুলো প্রতিনিধিদলকে নিশ্চিত করেন।

এ সময় প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন কোম্পানির হেড অব অপারশেন (সীড্স) কৃষিবিদ মো: আল-আমিন, চায়না প্রতিনিধি মিঃ জিয়াহু লিং, হবিগঞ্জ কোম্পানির এড়িয়া ম্যানেজার মো: সেলিম আক্তার, সিনিয়র মার্কেটিং অফিসার ফারুক খান, হবিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম, মোঃ এমরান মিয়া, শেখ মো: নূরুল হক ও সৈয়দ ইকবাল হোসন।

এছাড়া কোম্পনির প্রতিনিধিদের সাথে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন সদর উপজলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ তহিদুর রহমান মিলন, সাংবাদিক এসএম সুরুজ আলী।

কোম্পানির প্রতিনিধিরা জানান, আগামী মওসুমে জনকরাজের উন্নত মানের বীজ বাজারে পাওয়া যাবে। যা কৃষকদের নিচু এলাকার জমির জন্য উপযোগি হবে এবং বাম্পার ফলন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা