-
- দেশের খবর
- হবিগঞ্জে বিদ্যুত স্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু
- আপডেট টাইম : September, 13, 2021, 9:14 pm
- 256 বার
হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুরে বিদ্যুত স্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে মাধবপুর পৌর শহরের একটি সিএনজি পাম্পের নিকট এ ঘটনা ঘটে। নিহতরা হলেন আদিউড়া ইউনিয়নের বাড়াচাদুরা গ্রামের সাদেক মিয়ার ছেলে সুজন মিয়া ও বুল্লা ইউনিয়নের চানখাবুল্লা গ্রামের মৃত কালা মিয়ার ছেলে সাহেদ মিয়া।
স্থানীয়রা জানান, সকালে উল্লেখিত একটি গ্যারেজ থেক রিক্সা বের করার সময় সাহেদ মিয়া বিদ্যুত স্পৃষ্ট হয় এ সময় সাহেদ মিয়া কে বাঁচাতে গিয়ে সুজন মিয়াও বিদ্যুত স্পৃষ্ট হয়।
স্থানীয় লোকজন ২ জন কে উদ্ধার করে মাধবপুর উপজলা স্বাস্থয় কমপ্লেক্সে নিয়ে গেল কর্মরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য প্রেরন করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply