হবিগঞ্জ প্রতিনিধি::হবিগঞ্জ প্রেসক্লাবের নয়া কমিটি গঠন করা হয়েছে। এনটিভি হবিগঞ্জ প্রতিনিধি হারুনুর রশিদ চৌধুরীকে সভাপতি এবং দৈনিক যুগান্তর প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান খোকনকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদী এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য নেতৃবৃন্দ হলেন দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি নির্মল ভট্টাচার্য্য রিংকু সহ-সভাপতি ও দৈনিক খবর প্রতিনিধি নুরুজ্জামান ভূঁইয়া মামুন যুগ্ম সাধারণ সম্পাদক। কার্যকরী সদস্যরা হলেন শামীম আহছান (সম্পাদক দৈনিক খোয়াই), অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ (আমাদের সময় ও ইউএনবি), মোহাম্মদ নাহিজ (বাংলাভিশন), মোঃ ফজলুর রহমান (সম্পাদক দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস), আব্দুল মঈন চৌধুরী টিপু (দৈনিক করতোয়া), চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ (চ্যানেল আই), শফিকুল আলম চৌধুরী (ভোরের কাগজ), রাশেদ আহমদ খান (সময় টিভি)
এবং পদাধিকার বলে সদস্য বিদায়ী সভাপতি মোহাম্মদ শাবান মিয়া (সম্পাদক প্রতিদিনের বাণী) ও রাসেল চৌধুরী (দৈনিক সমকাল ও চ্যানেল টুয়েন্টিফোর)।
হবিগঞ্জ প্রেসক্লাবের বিগত বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভায় হবিগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহিরসহ ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply