হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আবু জাহির করোনায় আক্রান্ত

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-৩ আসনের সংসদ
সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু জাহির করোনা ভাইরাসে আক্রান্ত সনাক্ত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মুখলিছুর রহমান উজ্জল এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ২৫ অক্টোবর সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে এমপি অ্যাডভোকেট আবু জাহিরের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। সোমবার রাতে তার নমুনার রিপোর্টে পজেটিভ আসে।বর্তমানে তিনি নিজ বাসাতেই আইসোলেশনে রয়েছেন। দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত আবু জাহির তার নির্বাচনী এলাকার সবাইকে সচেতন করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছেন। দিনরাত ঘুরেছেন অদৃশ্য এ শত্রুর মোকাবিলায়। করোনায় আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হওয়া মানুষদের বাড়ি বাড়ি সরকারি ও নিজের সাধ্য অনুযায়ী সহায়তাও পৌঁছে দিচ্ছিলেন। এছাড়া সরকারের সকল কর্মসূচি অংশ গ্রহনের পাশাপাশি দলের সকল কর্মকান্ডে সক্রিয় ভাবে অংশ গ্রহন করেছেন। তিনি সুস্থতার জন্য সকলের নিকট দোয়া কামনা
করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা