ভৈরবে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে

জামাল মিয়া ভৈরব প্রতিনিয়ত ॥ ভৈরব উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে
উপজেলার ব্রহ্মপুত্র নদী ও পুকুর জলাশয়ে ২০১৯-২০২০ আর্থিক সালের রাজস্ব খাতের আওতায় পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এ পোনা মাছ অবমুক্তকরণ করা হয়। উপজেলা মৎস দপ্তরের আয়োজনে ৩শ ১৩ কেজি রুই কাতল জাতীয় পোনা মাছ নদীতে ছাড়া হয়। পেনামাছ অবমুক্তের শুরুতে প্রথমে উপজেলা পরিষদ পুকুরে ১শ কেজি,চানঁভান্ডার পুকুরে ৪০ কেজি ,আগানগর আশ্রয়ন পুকুরে ৬০ কেজি এবং সবশেষে ব্রক্ষপুত্র নদীতে ১শ ১৩ কেজি সহ সর্বমোট ৩শ ১৩ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয় । এসময় প্রধান অতিথি হিসেবে পোনা মাছ অবমুক্ত করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া , মৎস অধিদপ্তরের উপ-পরিচালক সৈয়দ মোহাম্মদ আলমগীর, উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা, ভৈরব উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হীমাদ্রী খীসা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা লতিফুর রহমান,জেলা মৎস্য কর্মকর্তা রিপন চন্দ্র পালসহ স্থানিয় জনপ্রতিনিধি ও এলাকাবাসি উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা বলেন, মানুষ যেন নদী থেকে ও উন্মুক্ত জলাশয় ও পুকুর থেকে মাছ আহরন করে খেতে পারে এজন্য সরকারের পক্ষ থেকে এসব পোনা মাছ অবমুক্ত করা হচ্ছে ।পর্যায়ক্রমে
উপজেলার বিভিন্ন এতিখানা, শিক্ষাপ্রতিষ্ঠানসহ নদীর অভায়ারণ্যে মাছের
জাতীয় পোনা মাছ অবমুক্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা