নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : নবীগঞ্জে ব্রাকের আয়োজনে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচী আওতায় বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হল রোমে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম,ব্রাকের জেলা ব্যবস্থাপক তারেক আজিজ,ডেপুটি ম্যানেজার বিমল চন্দ্র দাশ, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাকিল হোসেন।
বক্তব্যে রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, ব্রাকের অফিসার সেলস নার্গিস আক্তার, হিরা মিয়া গার্লস স্কুলের প্রধান শিক্ষক প্রদ্বীপ রঞ্জন দাশ,কাজী এম হাসান আলী প্রমূখ।
সভায় বক্তারা বলেন,বাল্য বিয়ে একটি সামাজিক ব্যাধি। বাল্য বিয়ে প্রতিরোধে ব্রাক যে মাঠ পর্যায়ে কাজ করছে সেটা প্রসংসনীয়। বক্তারা বাল্য বিয়ে প্রতিরোধে সবাইকে সচেতনতার সাথে কাজ করার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা