জসিম তালুকদার, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে পৃথক-পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ও ১০ যাত্রী গুরুতর আহত হওয়া খবর পাওয়া গেছে। জানা যায় গতকাল বৃহস্পতিবার মহাসড়কের পৃথক-পৃথক স্থানে ও দূর্ঘাপুর গ্রামের শাহ দিলাওর মিয়া’র মেয়ে শাহ্ সুমা বেগম(১২) নামের এক স্কুল ছাত্রী গাড়ী ছাপায় নিহতহয়েছে।
অপর আহত আছিয়া বেগম(৫০), রিমা রাণী দাশ(১০), মোস্তাফিজুর রহমান(১৪), সুপ্তি দাশ(১০), স্মৃতি দাশ (১৫), মনি দাশ(১৬), ফাহিম দাশ(১৩), ইতি দাশ(১১), জান্নাত বেগম(২০), অসিত মিয়া(১৭) আহত হয়। স্থানীয় জনতা আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাদের কে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
এবং দূর্ঘটনায় নিহত সুমা বেগম কে হসপিটালে আনার পর ডাক্তার পরিক্ষা করে তাকে মৃত গোসনা করে।