নোয়াখালী থেকে নবীন : নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন গণ ধর্ষনের শিকার সেই নারীকে আজ দুপুরে দেখতে এলেন মির্জা ফখরুল সহ ঐক্যফ্রন্টের নেতারা । এ সময় তিনি সাংবাদিকদের বলেন, এই নির্বাচনকে কেন্দ্র করে বহু নেতা কর্মী আহত ও পঙ্গু হয়েছে । নোয়াখালীতে চার সন্তানের জননীকে গণধর্ষন করা হয়েছে। আমরা এ ঘটনায় ধিক্কার ও তীব্র নিন্দা জানাচ্ছি। এর বিচারের ভার জনগনের কাছে দিলাম । এ ঘটনায় রাজনীতিতে একটি দীর্ঘস্থায়ী ক্ষত সৃষ্টি হলো, বাংলাদেশ অন্ধকার যুগে প্রবেশ করলো এবং বাংলাদেশ গনতন্ত্র বিহীন হলো। জনগনকে সংগে নিয়ে আমরা এ সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ করবো ও রুখে দাঁড়াব।

এ সময় তার সাথে ছিলো ঐক্যফ্রন্ট নেতা, বঙ্গবীর কাদের সিদ্দিকী , আ.স.ম আবদুর রব, বিএনপির ভাইচ চেয়ারম্যান মো: শাহজাহান ও বরকত উল্যাহ বুলু, চেয়ার পার্সনের উপদেষ্টা জয়নাল আবদীন ফারুক, যুগ্ন মহা সচিব ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন, জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার, সাধারন সম্পাদক এডভোকেট আবদুর রহমান সহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন

নোয়াখালীতে গণধর্ষনের শিকার নারীকে হাসপাতালে দেখতে মির্জা ফখরুল

ফেসবুকে আমরা