নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী সদর উপজেলায় সরাসরি কৃষকের কাছ থেকে মণ প্রতি ১০৪০ টাকা দরে ২১৩ মেট্রিক টন ধান কেনা শুরু হয়েছে।
বুধবার বিকালে উপজেলার সোনাপুর খাদ্য গুদামে উপজেলার দেবীপুরের কৃষক আবদুস জাহেরসহ একাধিক কৃষকের কাছ থেকে ধান কিনেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো.আরিফুল ইসলাম সরদার। এসময় সোনাপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সহিদ উল্যা উপস্থিত ছিলেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার মো.আরিফুল ইসলাম সরদার জানান, কৃষকরা কঠোর পরিশ্রম করে ধান উৎপাদন করেন। এ ধান সরকার নির্ধারিত মূল্যে ক্রয় করা শুরু হয়েছে। আমরা সরাসরি কৃষকদের কাছ থেকে মণ প্রতি ১০৪০ টাকা দরে ধান ক্রয় করছি। যদি কোনো কৃষক ধান বিক্রির ক্ষেত্রে সমস্যায় পড়েন সেক্ষেত্রে যারা জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। কৃষকের ধান বিক্রির সঙ্গে কোনো দালাল চক্র থাকতে পারবে না। এ জন্য জন প্রতিনিধি ও খাদ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।