গাইবান্ধায় মাদককারবারির গুলিতে তিন পুলিশ আহত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধিঃগাইবান্ধা জেলার সুন্দরগঞ্জের মাদক সম্রাট এক ডজন মাদক মামলার এজাহার নামীয় আসামী পৌরসভার মৃত কামাল সরদারের পুত্র শামীম ওসমান সরদার(২৯)কে  ২২ মে বিকালে আটক করে।

থানা সুত্রে জানা জায়,মাদক সম্রাট শামীমকে ডিবি ও সুন্দরগঞ্জ থানা পুলিশের যৌথ টিম কর্তৃক জিজ্ঞাসাবাদে তাহার হেফাজতে বিপুল পরিমাণ ইয়াবা ও অস্ত্রশস্ত্র থাকার তথ্য পাওয়া যায়।

তাহার তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে অতিঃ পুলিশ সুপার (এ-সার্কেল) মোঃআবদুল আউয়াল  এর নেতৃত্বে ডিবি ও সুন্দরগঞ্জ থানা পুলিশের একটি যৌথ টিম আসামি শামিমকে সাথে নিয়ে তাহার দেখানো মতে সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব ছাপরহাটি এলাকায় মাদক/অস্ত্র উদ্ধার অভিযানে গেলে  ২৩ মে রাত ০২.৪৫ মিনিটে উক্তস্থানে পৌঁছামাত্র অতর্কিতে মাদক ব্যবসায়ী শামীম এর সহযোগী মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী একটি গ্রুপ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র -সহ পুলিশের উপর আক্রমণ করে এবং গুলি করে আসামী ছিনাইয়া নেওয়ার চেষ্টা করলে সন্ত্রাসীদের হামলা প্রতিরোধ কল্পে পুলিশ ও পাল্টা শর্টগানের গুলি করে সন্ত্রাসীদের ধরার চেষ্টা করলে সন্ত্রাসীরা পালাইয়া যাইতে সক্ষম হয়।

ঘটনাস্থলে খোঁজ করে ২০৪০ পিচ ইয়াবা ৩টি বড় তরবারীও ৭টি গুলির  খোসা পাওয়া যায় এবং আসামী শামিমকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।

এই ঘটনায় অতিঃ পুলিশ সুপার  মোঃ আবদুল আউয়াল(এ-সার্কেল)ও ডিবি পুলিশের এস,আই আবু নেওয়াজ সরদার সহ ৫ পুলিশ সদস্য আহত হয়- যাহাদের সদর হাসপাতাল সহ সুন্দরগন্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এই ঘটনায় সুন্দরগন্জ থানায়   মাদক আইনে,ও অস্ত্র আইনে পৃথক  দুটি মামলা দায়ারের প্রস্তুতি চলছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা