হবিগঞ্জ প্রতিনিধি::ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শাহ্পুর অংশে যাত্রীবাহি দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে রহমত আলী (৩০) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭ জন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।

শনিবার (৭ জুন) সকালে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত রহমত আলী রাজশাহী জেলার কর্ণহার উপজেলার কর্ণহার গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান- সকালে সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহণের একটি যাত্রীবাহি বাস মাধবপুর উপজেলার শাহ্পুর এলাকার পৌঁছলে বিপরীত দিক থেকে আসা এমআর পরিবহণের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রহমত আলী নিহত হন। এ ঘটনায় আহত হন আরও অন্তত ৭ জন।

তিনি বলেন- ‘দূর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন। এবং আহতদের উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করে।’

এ ঘটনায় মহাসড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ ছিলো বলেও জানান তিনি।

ইউনিক ও এমআর পরিবহণের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ফেসবুকে আমরা