নবীগঞ্জ(হবিগঞ্জ) সংবাদদাতা: হবিগঞ্জ-নবীগঞ্জ রোডে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সিএনজি চালকদের দুই পক্ষের সংঘর্ষে ঘটনা ঘটেছে । এতে ১০জন আহত হয়েছেন।
গত রোববার রাত ৮টায় শহরের নবীগঞ্জ হবিগঞ্জ সড়কে শান্তিপাড়া সিএনজি স্ট্যান্ড নামক স্থানে ঘটানাটি ঘটে। সূত্রে জানা যায়, নবীগঞ্জ শান্তিপাড়া সিএনজি স্ট্যান্ড থেকে সকালে সিরিয়েল ফাকি দিয়ে উজ্জল নামের এক সিএনজি চালক যাত্রী উঠিয়ে নিয়ে হবিগঞ্জে চলে যায়। পরে সন্ধ্যায় এ নিয়ে দত্তগ্রামের আরেক সিএনজি চালকের মধ্যে কথা কাটা-কাটি হয় এরই জের ধরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে আহতরা হলেন, বাবুল চৌধুরী (২৮), শিবলু চৌধুরী (৩০), ঝলক দেব (৩৫), শেখ নূর উদ্দিন (৪৫), জাবেদ মিয়া (৪০), সাইদুর রহমান (২৫), মোঃ লোকমান উল্লাহ (৭৫), তরাজ উল্লাহ (২৪), জামিল আহমেদ (২২), ইদন মিয়া (১৮)কে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।