ডেস্ক রিপোর্ট:: সিলেটের চার জেলায় আরও ১৩জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনাভাইরাস পজেটিভ ধরা পড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায়।
তিনি জানান, বুধবার ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে রিপোর্ট আসে ১৩৪ জনের। রিপোর্টে ১২১ জনের নেগেটিভ আসে এবং ১৩ জনের পজেটিভ শনাক্ত হয়।তবে এই ১৩জন কোন জেলা বা উপজেলার এব্যাপারে তিনি কিছু বলেননি।সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড-১৯ পরীক্ষার ল্যাবে পরীক্ষা কাজে নিয়োজিত নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, ২২ এপ্রিল বুধবার সিলেটের চার জেলার যে ১৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন তাদের মধ্যে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জের রয়েছেন। এ নিয়ে সিলেটে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩২ জন।
সূত্র:সিলেটের ডাক।