নবীগঞ্জ প্রতিনিধি ॥ আগামী ১৬ জানুয়ারি, শনিবার নবীগঞ্জ পৌরসভার নির্বাচনকে সামনে রেখে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের সারাদিন ব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার হিরা মিয়া গার্লস হাই স্কুলে অনুষ্ঠিত দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা নির্বাচন অফিসার ও নবীগঞ্জ পৌরসভা নির্বাচন ২০২১-এর সহকারী রিটার্নিং অফিসার দেবশ্রী দাস পার্লির পরিচালনায় নির্বাচনের সার্বিক পরিস্থিতি এবং আইন শৃঙ্খলাবাহিনীর নিরাপত্তামূলক বিভিন্ন প্রস্তুতি নিয়ে ব্রিফিং দেন জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সাদিকুল ইসলাম, নবীগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার শেখ মহি উদ্দিন আহমদ, সার্কেল এ.এস.পি পারভেজ আলম চৌধুরী।
এছাড়াও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদরের উপজেলা নির্বাচন অফিসার এবং আজমিরীগঞ্জের উপজেলা নির্বাচন অফিসার।