জামাল আহমেদ ভৈরব প্রতিনিধি : ভৈরবে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন বেদে পল্লীর বাসিন্দাদের মাঝে নিজ উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনর্চাজ মামুন রহমান ।শনিবার ১১ মার্চ বিকেলে থানার মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করে হাইওয়ে থানার পিছনের সাতমুখি বিলের পাশে বসবাসরত অর্ধশতাধিক বেদে পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পিয়াজ ও তৈল সাবান সহ খাদ্য সামগ্রী বিতরণ করেন। এব্যাপারে ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনর্চাজ মামুন রহমান বলেন, বর্তমান করোনা পরিস্থিত মোকাবিলায় সরকারের নির্দেশ মেনে অনেক মানুষ ঘরে রয়েছে। যার ফলে এদিকে ভৈরবে বেদে পল্লীতে অর্ধশতাধিক পরিবার কর্মহীন হয়ে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ।এদের একটু হলেও দুর্ভোগ লাঘবে ৮কেজি চাল, ১ কেজি আলু ২ কেজি পিয়াজ, ২ লিটার সয়াবিন তৈল, ১ কেজি মশুরির ডাল ১টি সাবান বিতরণ করেছি। আশা করছি এতে করে এ বেদে পরিবারগুলোকে কয়েকদিনের জন্য আর খাবারের চিন্তা করতে হবে না।এসময় হাইওয়ে থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply