-
- দেশের খবর
- ভৈরবে গাঁজাসহ ২ মহিলা আটক
- আপডেট টাইম : August, 11, 2020, 7:48 pm
- 318 বার
জামাল আহমেদ , ভৈরব প্রতিনিধি ॥
কিশোরগঞ্জের ভৈরবে গাঁজাসহ দুই মহিলাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেল। আটককৃতরা হলো ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার কাসিপুর পুর্বপাড়া গ্রামের তাহের মিয়ার স্ত্রী খোরশেদা বেগম (৩২) ও আশুগঞ্জ থানার তালশহর এলাকার শাহিন মিয়ার মেয়ে শারমিন আক্তার (২০)। আজ সকালে ভৈরব বাজার নৌকা ঘাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেল পরিদর্শক মোঃ মাসুদুর রহমান বলেন, মাদকের বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে ভৈরব বাজার নৌকা ঘাট থেকে দুই মহিলাকে আটক করা হয় । পরে তাদের তল্লাশি করে তাদের নিজ হেফাজতে থাকা একটি ভেনেটি ব্যাগ ও একটি শপিং ব্যাগে রাখা দুই কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ভৈরব থানায় সোপর্দ করা হয়েছে।। পরে আসামী দের কিশোরগঞ্জ জেল হাজতে পেরন করা হয়।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply