-
- দেশের খবর
- দোয়ারাবাজারে ভারতীয় মদসহ আটক যুবক
- আপডেট টাইম : September, 13, 2020, 9:53 am
- 335 বার
এনামুল কবির (মুন্না):দোয়ারাবাজারে নিষিদ্ধ ভারতীয় মাদকসহ ফরহাদ আহম্মেদ নামের এক যুবকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।
শনিবার রাতে উপজেলার নরসিংপুর ইউনিয়নের নরসিংপুর আদর্শ দাখিল মাদ্রাসার পশ্চিম দিকে নরসিংপুর হইতে ছাতক আসা যাওয়ার পাকা রাস্তার গতিরোধকের সামনে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার ইনচার্জের দিকনির্দেশনায় এসআই অপূর্ব কুমার,এসআই দীপন দেবনাথের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহযোগীতায় গভীর রাতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ১১ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় officers choice PRESTIGE WHISKY,PRODUCE OF INDIA, 750ml.মদসহ ছাতক ইউনিয়নের তাতীকোনা গ্রামের রোয়াব আলীর ছেলে ফরহাদ আহম্মেদ (৩০) কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫ বি রুজু করা হইয়াছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন আছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply