সিলেটে র‌্যাবের অভিযানে গুলি,রিভলবার,ইয়াবা,গাজাসহ আটক ১

বুলবুল আহমদ ॥ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর অধিনায়ক লে. কর্নেল আবু মুসা মো শরীফুল ইসলাম, পিএসসি, এএসসি এর নেতৃত্বে সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসএমপি সিলেট এর শাহপরাণ থানার টুলটিগড় ইউপির মীরাপাড়া এলাকার একটি একতলা বসতবাড়ী থেকে একটি বিদেশি রিভলবার, ২০ রাউন্ড গুলি, ৩৭৫ পিস ইয়াবা, গাজা, একটি পুলিশ হ্যান্ডকাপ, বেশকিছু সিলমোহর উদ্ধার করে। এ সময় রুমন খান নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব ।
বৃহস্পতিবার রাত ১টার সময় সিলেটের মীরাপাড়া বটতলা টিলাগড় গ্রামের মসশেদ খান এর পুত্র মাদক কারবারী রুমন খান (৩২)কে গ্রেফতার করে র‌্যাব। পরে র‌্যাব বাদী হয়ে জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিকে এসএমপি সিলেট এর শাহপরাণ থানায় হস্তান্তর করে। মিডিয়া অফিসার এএসপি ওবাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা