-
- দেশের খবর
- নবীগঞ্জে পৃথক অভিযানে চুরির মামলার ৬ আসামী গ্রেফতার
- আপডেট টাইম : February, 27, 2021, 2:37 pm
- 331 বার
নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন চুরির মামলার ৬ আসামীকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, নবীগঞ্জ থানার ওসি মোঃ ডালিম আহমদের নির্দেশনায় এস আই সামছুল ইসলাম ও এসআই মৃদুল ভৌমিকের নেতৃত্বে গত শুক্রবার রাতভর থানা পুলিশের কয়েকটি টিম পৃথক অভিযান পরিচালনা করে পৃথক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হল পুটিজুরি এলাকার নূর ইসলামের ছেলে ফরিদ মিয়া (২২), মানিকপুর এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে সায়েদ আলী (৩২), দিগম্বর বাজারের সুকেশ মালাকারের ছেলে পলাশ মালাকার (২০), নবীগঞ্জ পৌর এলাকার ৯নং ওয়ার্ডের মৃত আবু মিয়ার ছেলে আলী (২৪), একই গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে সালেক মিয়া (২২) ও মাসুক মিয়ার ছেলে কাজী মান্না (২২)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় চুরির মামলা রয়েছে। শনিবার দুপুরে তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) ডালিম আহমেদ।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply