-
- ধর্মকথা
- ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের মৃত্যু।। দাফন সম্পন্ন
- আপডেট টাইম : May, 20, 2021, 12:07 pm
- 396 বার
নবীগঞ্জ সংবাদদাতা :নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের নাদামপুর গ্রামের ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আতাউর রহমান ইন্তেকাল করেছেন। (ইনা.. রাজিউন)। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ৫ মেয়ে,১ ছেলে,স্ত্রীসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানায়,তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। তার শারিরীক অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রায় ১৫ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল বৃহস্পতিবার দুপুর ১ টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
উল্লেখ্য মরহুম আতাউর রহমান ১৯৮১ সাল থেকে ২০১৩ ইং পর্যন্ত একটানা সুনামের সাথে দীর্ঘ প্রায় ৩৩ বছর ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। তিনি এলাকার মানুষের কাছে ছিলেন সড়বজন শ্রদ্ধেয়।
তার মৃত্যু সংবাদে আত্মীয় স্বজনসহ সাবেক শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার আছরের নামাজের পর বান্দের বাজার সংলগ্ন মাঠে শতশত মানুষের উপস্থিতিতে নামাজে জানাজা অনুষ্টিত হয়। জানাজায় রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply