-
- জাতীয়
- নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধার পরলোকগমন।। রাস্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন
- আপডেট টাইম : March, 22, 2022, 9:07 pm
- 193 বার
নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : নবীগঞ্জে ৭১ এর রনাঙ্গনের সৈনিক বীর মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তান ধনঞ্জয় দাস(৭২) ইহলোক ছেড়ে পরলোক গমন করেছেন। তিনি উপজেলার করগাও ইউনিয়নের মাহতাবপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
জানাযায় ধনঞ্জয় দাস দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ৩ মেয়ে স্ত্রীসহ আত্মীয়স্বজন রেখে গেছেন।
বিকেল ৫টায় নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ নবীগঞ্জ থানার একদল পুলিশ নিয়ে প্রয়াত ওই মুক্তিযোদ্ধার বাড়িতে উপস্থিত হয়ে সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে সম্মান জানান। পরে স্থানীয় স্মসানঘাটে শেষকৃত্য সম্পন্ন হয়।
নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) উত্তম কুমার দাশ বলেন একএক করে জাতির শ্রেষ্ট সন্তানরা আমাদের কাছ থেকে চলে যাচ্ছেন। সেদিন তারা যুদ্ধ করেছিলেন বলেই আমরা পেয়েছি স্বাধীন সার্বোভৌম রাষ্ট বাংলাদেশ। তিনি বীর এই মুক্তিযোদ্ধার আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply