নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের আউশকান্দি হীরাগঞ্জ মধ্য বাজারস্থ চৌধুরী সোনা মিয়া ম্যানশনে ইমরান ¯œাক্স-১ এর শুভ উদ্ভোধন করেন নবীগঞ্জ- বাহুবল আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু ।
বৃহস্পতিবার বাদ আছর ইমরান ¯স্নাকস-১ এর উদ্ভোধন পূর্বক আউশকান্দি হীরাগঞ্জ বাজার মসজিদের ঈমাম মাওলানা আব্দুল হাদি’র দুরুদ শরিফ ও মোনাজাত শেষে ফিতা কেটে ইমরান ¯স্নাকস-১ শুভ উদ্ভোধন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, এলাকার বিশিষ্ট মুরুব্বি সামছুল আলম কনা মাষ্টার, আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি হাজী আব্দুল ওয়াহিদ, বর্তমান সভাপতি মুরশেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, ইউপি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান নোমান, মুরুব্বি লাল মিয়া, আব্দুল আজিজ, ময়না মিয়া, মজমিল মিয়া, ডাঃ মুজিবুর রহমান, হাফিজ তাজুদ মিয়া, এনটিভি’র উপস্থাপক এম মুজিবুর রহমান, চ্যানেল এস নবীগঞ্জ প্রতিনিধি বুলবুল আহমদ, সাংবাদিক ক্বারী আব্দুল কাইয়ুম, মাওলানা মশাহিদ আলী, মোয়াজ্জিন ইসলাম উদ্দিন, ইউপি ছাত্রলীগের যুগ্ন আহবায়ক এম. এ ছবুর, ছাত্রদল নেতা রুহেল আহমদ, ব্যবসায়ী নেতা আরশ মিয়া প্রমূখ।
উল্লেখ্য যে, গত ২৮ জুলাই মঙ্গলবার দিবাগত রাতে কে বা কাহারা ইমরান ¯স্নাকস-১ এ আগুন লাগিয়ে দেয়। এতে ঐ দোকান মালিক মোশাররফ হোসেন ছৌধুরী’র প্রায় ৭লক্ষ ৫০ হাজার টাকার মালামাল সহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে য়ায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস এর লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। প্রায় ২৩ দিন পর পূর্ণরায় ইমরান ¯স্নাকস-১ শুভ উদ্ধোধন করে চালু করা হয়েছে।
Leave a Reply