নবীগঞ্জ প্রতিনিধি\ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দেশের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন উপলক্ষ্যে নবীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল মঙ্গলবার ১৪ নভেম্বর সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুপম দাশ অনুপের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, উপজেলা কৃষি অফিসার শেখ ফজলুল হক মনি, ওসি তদন্ত মুর্শেদ জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার (বীর প্রতীক) মোঃ নুর উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মুর্শেদ ইউ জামান রশিদ, বীর মুক্তিযোদ্ধা জালাল সিদ্দকী, বীর মুক্তিযোদ্ধা গজেন্দ্র দাশ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক লোকমান আহমদ খান, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সহকারী প্রোগ্রামার কাজী মঈনুল ইসলাম, যুবলীগের যুগ্ম আহবায়ক রাব্বী আহমদ মাক্কু, উপজেলা শিক্ষা অফিসার কাজী সাইফুল ইসলাম, মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা হোসেন, সাধারণ সম্পাদক শেখ ছইফা রহমান কাকলী, পল্লী বিদ্যুতের ডিজিএম আবুল ফায়েজ, জনস্বাস্থ্য উপ সহকারী প্রকৌশলী মোহাম্মদ জাকারিয়া, আনসার ভিডিপি অফিসার ফাতেমা আক্তার, সিরাজুল ইসলাম প্রমুখ। প্রধানমন্ত্রী এ সময় বলেন বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবাযনে দেশের উন্নয়ন ধারা অব্যাহত থাকবে। দেশের একটি মানুষও গৃহহীন, অন্ন বস্থ, শিক্ষা, বাসস্থান বিহিন থাকবে না।
সারাদেশে ২৪টি মন্ত্রনালয়ের ১১৫৭টি প্রকল্পে ৪ হাজার ৬ শত ৪৪টি অবকাঠামো নির্মাণ ও সম্প্রসারণ প্রকল্পসহ আর্থ-সামাজিক বিভিন্ন ভবনের ভিত্তি প্রস্থর ও উদ্বোধন করেন। পরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারসহ অনন্যান্য নেতৃবৃন্দ আউশকান্দি রঃ পঃ উচ্চ বিদ্যালয় ও কলেজর একটি ভবন এবং বাউসা ইউনিয়নে একটি ভবন উদ্বোধন করেন।
Leave a Reply