ডেস্ক নিউজ::জগন্নাথপুর উপজেলার ইকড়ছই মাদরাসার পেছনে এক অজ্ঞাত নারীর দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৭ জানুয়ারি) সকালে স্থানীয় লোকজন মাদরাসার পেছনে দগ্ধ অবস্থায় এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন । খবর পেয়ে জগন্নাথপুর থানার পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।
তবে ওই নারীর নাম-পরিচয় তাৎক্ষণিক ভাবে জানা যায়নি। লাশ শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটন করতে পুলিশ কাজ করছে পুলিশ।
জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান জানান মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠানো হয়েছে। নাম পরিচয়ের সনাক্তের চেষ্টা চলছে।
Leave a Reply